গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন খান টেক্স গার্মেন্টসের শ্রমিকরা।
বুধবার (১২ মার্চ) সকাল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার উভয় পাশে প্রায় দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ভোগান্তিতে ফেলে সাধারণ মানুষকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে এবং সড়ক থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।