**রোজার সময় ইনহেলার ব্যবহার করা হলে তা ভেঙে যাবে কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। ইনহেলার মুখের ভেতরে স্প্রে করা হলে, এটি শ্বাসনালীর সংকুচিত অংশকে প্রসারিত করে, ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। যদিও ইনহেলার থেকে নির্গত পদার্থ গ্যাসের মতো মনে হয়, আসলে এটি তরল ওষুধের ক্ষুদ্র কণিকা, যা শ্বাসের সঙ্গে ফুসফুসে পৌঁছে যায়। এজন্য শরিয়তের দৃষ্টিতে ইনহেলার ব্যবহারের ফলে রোজা ভেঙে যায়।
তবে, যদি মুখে স্প্রে করার পর ওষুধ না গিলে ফেলে দেওয়া হয়, তাহলে রোজা অক্ষুণ্ন থাকে। এক্ষেত্রে ইনহেলার ব্যবহারের বিকল্প ব্যবস্থা হিসেবে সেহরিতে একটি ডোজ গ্রহণ করলে অনেক সময় ইফতার পর্যন্ত আর প্রয়োজন হয় না। তবে কারও যদি এমন অবস্থা হয় যে, ইনহেলার ছাড়া ইফতার পর্যন্ত থাকা সম্ভব নয়, তাহলে তিনি প্রয়োজনে ইনহেলার ব্যবহার করতে পারেন এবং পরবর্তী সময়ে রোজার কাজা আদায় করবেন।
যদি কোনো বিকল্প চিকিৎসা, যেমন ইনজেকশন, ব্যবহার করা সম্ভব হয়, তবে সেটিই গ্রহণ করাই উত্তম। কারণ ইনজেকশন নেওয়ার ফলে রোজা ভাঙে না। তাই যারা ইনহেলার ছাড়া থাকতে পারেন না, তারা প্রয়োজনে কাজা আদায় করবেন অথবা ফিদিয়া প্রদান করবেন।
সূত্র: (ক) ইবনে আবিদিন, খ. ২, পৃ. ৩৯৫; (খ) ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, পৃ. ৩২৫