পতিত আওয়ামী লীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীদের জন্য বিএনপির দরজা বন্ধ—সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর থানা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, “গত ৫ আগস্টের পর থেকে একটি মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির ওপর নানা দোষারোপের চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে সরকারের ছত্রছায়ায় থেকে একটি নতুন রাজনৈতিক দল সুবিধা নিচ্ছে, যা কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তারা বাংলাদেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।”