রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘরের নিচতলায় জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত তৎপরতায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৬ মিনিটের চেষ্টায় সকাল ৯টা ৩৬ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেন্টারের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
ফায়ার সার্ভিসের কার্যকরী ভূমিকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।