বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের চুক্তিতে মোট ২২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। তবে নতুন চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম। অন্যদিকে, নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
নতুন চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন তাসকিন আহমেদ। একমাত্র এ প্লাস ক্যাটাগরিতে থাকা এই পেসার মাসিক ১০ লাখ টাকা বেতন পাবেন।
এছাড়া, জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও মার্চ থেকে চুক্তির বাইরে চলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিনি এ ক্যাটাগরিতে থাকলেও মার্চ থেকে নেমে যাবেন বি ক্যাটাগরিতে।
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা:
এ প্লাস ক্যাটাগরি (১০ লাখ টাকা বেতন)
তাসকিন আহমেদ
এ ক্যাটাগরি (৮ লাখ টাকা বেতন)
নাজমুল হোসেন শান্ত
মেহেদি হাসান মিরাজ
লিটন কুমার দাস
মুশফিকুর রহিম (জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত)
বি ক্যাটাগরি (৬ লাখ টাকা বেতন)
মমিনুল হক
তাইজুল ইসলাম
মাহমুদউল্লাহ রিয়াদ (জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত)
মোস্তাফিজুর রহমান
তাওহিদ হৃদয়
হাসান মাহমুদ
নাহিদ রানা
সি ক্যাটাগরি (৪ লাখ টাকা বেতন)
সাদমান ইসলাম
সৌম্য সরকার
জাকের আলী অনিক
তানজিদ হাসান তামিম
শরিফুল ইসলাম
রিশাদ হোসেন
তানজিম হাসান সাকিব
শেখ মাহেদি
ডি ক্যাটাগরি (২ লাখ টাকা বেতন)
নাসুম আহমেদ
সৈয়দ খালেদ আহমেদ
এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে বিসিবি তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের ভারসাম্য রেখে দল গঠন করেছে। তবে সাকিব আল হাসানের না থাকাটা কিছুটা বিস্ময় জাগিয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।