লক্ষ্মীপুরে প্রতিদিন শতাধিক পথচারীর জন্য ইফতারের আয়োজন করেছেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
জাহিদুল ইসলাম সৈকত জানান, ছাত্রদল একটি মানবিক সংগঠন। পবিত্র রমজান মাসে পথচারীদের ইফতারের সুবিধার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে লক্ষ্মীপুর পৌর ছাত্রদল। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইফতার করতে আসা পথচারীরা জানান, অনেক সময় নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এ ধরনের আয়োজন তাদের জন্য স্বস্তিদায়ক। বিশেষ করে রিকশাচালক ও শ্রমজীবী মানুষের জন্য এটি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে।
এ উদ্যোগের প্রশংসা করে পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “সৈকতের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এ কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই এবং সবসময় তার পাশে থাকব।”
সৈকতের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে। পুরো রমজান মাসজুড়ে পথচারীদের জন্য এ আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।