নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠকসহ দুইজন আটক হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. জিদান হোসেন নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালের কর্মীদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করতেন। এছাড়া, হাসপাতালের ভেতরে মাদক সেবন ও বিক্রির সঙ্গেও তিনি জড়িত ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এম এ বাশার জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে, যাদের মধ্যে একজন নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, জিদান হোসেন একসময় রং মিস্ত্রির কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতে শুরু করেন। পরে তিনি মাদক সেবন, বিক্রি এবং হাসপাতালের বিভিন্ন দালালি কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংগঠক জিদান হোসেনকে বহিষ্কার করেছে। সংগঠনের আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।