সাভারের আশুলিয়ায় একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে ডাকাতি চালিয়েছে। এসময় দোকানের মালিক দিলীপ দাসকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়, যিনি পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, তারাবির নামাজের সময় বাজার প্রায় ফাঁকা ছিল। দোকান বন্ধ করার সময়ই ৪-৫ জন দুর্বৃত্ত হঠাৎ করে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে এবং দিলীপ দাসকে পেছন থেকে আঘাত করে। তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই তাকে পুনরায় ছুরিকাঘাত করা হয়। এরপর তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দিলীপ দাসকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে লুট হওয়া স্বর্ণালঙ্কারের পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, চারজন ব্যক্তিকে সেখানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে এবং বিস্ফোরণের ফলে ধোঁয়াও ছড়িয়ে পড়েছিল।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।