বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ঢাকা জাতীয় স্টেডিয়াম করার পর এবার আরও চারটি ক্রীড়া স্থাপনার নাম বদল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্স, যা আওয়ামী লীগ সরকারের আমলে সুলতানা কামালের নামে নামকরণ করা হয়েছিল, এবার এর নতুন নামকরণ করা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিজ বাসায় নিহত শিশু রিয়া গোপের স্মরণে এ নাম পরিবর্তন করা হয়েছে।
সাবেক সরকারের সময়ে পল্টনের শেখ রাসেল জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স নামে পরিচিত স্থাপনাটির নামও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি শুধু ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামে পরিচিত হবে।
এছাড়া, রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে শেখ জামালের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’।
পল্টনে অবস্থিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়াম-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।
এই পরিবর্তনের মাধ্যমে দেশের ক্রীড়া অবকাঠামোর নামগুলো নতুনভাবে পরিচিত হতে যাচ্ছে।