নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গৌতম গম্ভীরের দল।
নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫১ রান
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। দলীয় ১০৮ রানের মধ্যেই তারা চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
ড্যারেল মিচেল, মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপসের ব্যাটে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। মিচেল সর্বোচ্চ ৬৩ রান করেন, ব্রেসওয়েল খেলেন ৪০ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস। ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৪ রান, আর রবীন্দ্র করেন ৩৭ রান। ভারতের হয়ে কুলদীপ যাদব ও ভরুণ চক্রবর্তী দুটি করে উইকেট শিকার করেন।
নিউজিল্যান্ডের ইনিংস: ২৫১/৭ (৫০ ওভার)
ড্যারেল মিচেল ৬৩, ব্রেসওয়েল ৫৩, রবীন্দ্র ৩৭, ফিলিপস ৩৪
কুলদীপ ২/৪০, ভরুণ ২/৪৫
রোহিত-গিলের দুর্দান্ত শুরু, সহজ জয় ভারতের
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত। ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন রোহিত শর্মা ও শুবমান গিল। গিল ৩১ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর বিরাট কোহলি মাত্র ১ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে ভারত। রোহিত শর্মাও ৭৬ রানে ফিরে গেলে দলীয় ১২২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে ভারত।
তবে এরপর শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুলের ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আয়ার ৪৮, রাহুল ৩৪ ও অক্ষর ২৯ রান করেন। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১৮ রান। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন।
ভারতের ইনিংস: ২৫৪/৬ (৪৯ ওভার)
রোহিত ৭৬, আয়ার ৪৮, রাহুল ৩৪, অক্ষর ২৯
ব্রেসওয়েল ২/২৮, স্যান্টনার ২/৩৬
ফল: ভারত ৪ উইকেটে জয়ী