নওগাঁ সরকারি কৃষ্ণধন (কেডি) উচ্চ বিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে স্কুলের সীমানায় পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল আলম হোসেন এবং সরকারি কর্মকর্তা কার্ত্তিক সরকারের ড্রাইভার।
এ বিষয়ে তদন্তকারী অফিসার এসআই নুর নয়ন জানিয়েছেন, শিক্ষার্থীরা প্রথমে তাদের চ্যালেঞ্জ করে এবং উত্তেজনা ছড়িয়ে পড়লে, পরে একটি গাঁজা ভর্তি সিগারেট পাওয়া যায়। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে ডোপ টেস্টের জন্য পাঠায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত পুলিশ সদস্যরা গাঁজা সেবনের সময় শিক্ষার্থীদের কাছে নিজেকে সাফাই দিতে থাকে, তবে তাদের যুক্তি মেনে নেননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, পুলিশ সদস্যদের স্কুলে প্রবেশের বৈধতা ছিল না এবং তাদের এই আচরণ অগ্রহণযোগ্য।
এদিকে নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার জানিয়েছেন, ডোপ টেস্টের স্যাম্পল প্রক্রিয়াধীন, এবং রিপোর্ট শিগগির পাওয়া যাবে। নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, এটি একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এম এ মান্নান জানিয়েছেন, তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত চলছে। সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, ডোপ টেস্টের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।