ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) ওডিশা পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। ওই বাংলাদেশিরা গত কয়েকদিন ধরে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন এবং বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা আসামের ধুবরি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।