দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্টদের ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার এবং ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকার মূল্যের ৯৫৭ বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার (৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। এদিন, দুদকের উপপরিচালক মো. মাহফুজ হক আদালতে আবেদন করে, যাতে সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্টদের শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়।
আবেদনটি অনুসারে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক ৭ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। তদন্তের সময় তার ও তার পরিবারের মালিকানাধীন বিভিন্ন যৌথ মূলধনী কোম্পানি এবং ফার্মগুলোর শেয়ার মালিকানা তথ্য পাওয়া গেছে। এই মুনাফা অবরুদ্ধ করার জন্য এই আদেশ জরুরি ছিল।
এছাড়া, জমি ক্রোকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রীর এবং তার সংশ্লিষ্টদের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে, যা অনুসন্ধানের ধারাবাহিকতায় বাধার সৃষ্টি করতে পারে। ফলে, এসব সম্পত্তি সরকার অধিকারী হবার জন্য দ্রুত ক্রোকের নির্দেশ প্রয়োজন ছিল।
এছাড়া, গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত, যেখানে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।