বাংলাদেশের নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদের নারী সংগঠন বিপ্লবী নারী পরিষদ। আন্তর্জাতিক নারী দিবসে ঘোষিত এ সংগঠনটি নির্যাতন, নিপীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে।
সংগঠনের নেতৃত্বে রয়েছেন উত্তরা রাজপথের সংগ্রামী রোটারিয়ান রাবেয়া আক্তার এবং জুলাই শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম। এছাড়া লেখক ও প্রকাশক সুলতানা আক্তার উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নেতৃত্ব ও দায়িত্বপ্রাপ্তরা:
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: লাইলী বেগম ও নুসরাত রহমান
যুগ্ম আহ্বায়ক: খুরশিদা মামুন, তামিমা জোবায়দা ও মেহেরুন্নেসা
সহকারী সদস্য সচিব: শারমিন জাহান, নাসরিন আক্তার, অবনি আক্তার ও সুচি কুমকুম তৃপ্তি
সমন্বয়ক: রাবেয়া সুলতানা, তাহামিনা আকন্দ ও আফতিহা জাহান আমরিন
সদস্য: মোসা. মাহমুদা খাতুন, জাকিয়া জাফরিন তন্নী, জয়নব আশ শিফা, মরিয়ম, সাহিদা সুলতানা তামান্না, ইসরাত জাহান জ্যোতি, তাহমিনা বেগম ও শামসুনাহার বীথি
সংগঠনটি নারীর অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।