বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, তাকওয়াপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ধর্ষণ, চাঁদাবাজিসহ সকল জুলুম ও বৈষম্য থেকে জাতি মুক্তি পাবে।
শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পবিত্র রমজান মাস কুরআন নাজিলের বরকতে যেমন সম্মানিত, তেমনি রাষ্ট্রীয়ভাবে কুরআনের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজে ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত হবে। তিনি বলেন, ইসলামী খেলাফত ব্যবস্থা দুনিয়ায় হাজার বছর শান্তি প্রতিষ্ঠা করেছে, অথচ কোনো মতবাদ বা তন্ত্র সে সফলতা অর্জন করতে পারেনি। তাই দেশব্যাপী খেলাফতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তারা বলেন, ইসলামই পারে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে। তারা মুসলিম উম্মাহকে কুরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।
উল্লেখ্য, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।