বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ল’ রিপোর্টাস ফোরাম আইনবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে এই ফোরাম যেভাবে দৃঢ় অবস্থান নিয়েছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের লড়াইয়ে যতই প্রতিবন্ধকতা আসুক, তারা অগ্রসর হবে। অ্যাটর্নি জেনারেলের অফিস ও আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।”
ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে বক্তব্য
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ রিপোর্টাস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন—
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন
ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন
ল’ রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান
ফোরামের সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও মাশহুদুল হক
বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন
সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এবং হাবিবুর রহমান
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের অর্থ সম্পাদক মনজুন হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মেহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্না প্রমুখ।