আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারি ও বেসরকারি সংগঠনগুলো দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সরকারি আয়োজনে বিশেষ সম্মাননা প্রদান
নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলসহ অদম্য পাঁচ নারীকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
সম্মাননা প্রাপ্ত নারীরা:
অর্থনীতি: শরিফা সুলতানা
শিক্ষা ও চাকরি: হালিমা বেগম
সফল জননী: মেরিনা বেসরা
জীবন সংগ্রামে জয়ী: লিপি বেগম
সমাজ উন্নয়ন: মো. মুহিন (মোহনা)
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার ঘটনা ঘটছে, তা গভীর উদ্বেগজনক। আমরা ‘নতুন বাংলাদেশে’ নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। নারীরা সাহসিকতার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছে এবং আমরা তাদের এই ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।
জাতীয় প্রেস ক্লাবে নারী দিবসের আলোচনা সভা
জাতীয় প্রেস ক্লাবে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ উদ্বেগ প্রকাশ করে বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে। যদি তালেবানি অন্ধকার আমাদের গ্রাস করে, তাহলে রাষ্ট্রই হুমকির মুখে পড়বে। এখনই আমাদের সতর্ক হতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, মোমিন হোসেন, শিরিন সুলতানা, পিআইবির পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেনসহ অনেকে।
নারী অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন
জাতীয় প্রেস ক্লাবের সামনে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ মানববন্ধন আয়োজন করে। বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনের কঠোর প্রয়োগ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন বাস্তবায়ন, আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন এবং মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানান।
ব্লাস্ট-এর রিকশা র্যালি
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বনানীর বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত একটি রিকশা র্যালির আয়োজন করে। এতে ব্লাস্টের কিশোর-কিশোরী ও নারী ফুটবল দল অংশ নেয়।
বিএনপি মহিলা দলের র্যালি
নারী দিবস উপলক্ষে বিএনপি জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
ডিআরইউ-তে নারী সদস্যদের সম্মাননা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) নারী দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করে। নারী সদস্যদের সম্মাননা ও উপহার প্রদান অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআরইউ চত্বর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা
ধানমন্ডির ডাব্লিউ ভি এ মিলনায়তনে সম্মিলিত নারী প্রয়াসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “নারী মানুষ হিসেবে সম্মান ও সিদ্ধান্তের মূল্যায়ন চায়। তাদের মেধার মানদণ্ডে কোনো পার্থক্য নেই। আমরা ইতিহাস ভুলে যাই, কিন্তু আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি।”
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. শামীমা তাসনীম। আরও উপস্থিত ছিলেন ড. ফেরদৌস আরা বকুল, প্রফেসর ড. আবিদা সুলতানা, ডা. ফাতেমা ইয়াসমিনসহ অনেকে।
আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজনগুলো নারীদের অধিকার, সমতা এবং নিরাপত্তার দাবিকে আরও সুদৃঢ় করেছে। নারী নির্যাতন প্রতিরোধ, কর্মক্ষেত্রে সমতা এবং নারীর সার্বিক উন্নয়নের জন্য এই ধরনের সচেতনতা ও উদ্যোগ অব্যাহত রাখতে হবে।