ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউ ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেপ্তারের পর তাদের শাস্তি সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না; অনেক সময় তারা জামিন পেয়ে অবাধে চলাফেরা করে। তারা মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িত তিন পুরুষ ও এক নারীর প্রকাশ্যে ফাঁসি দাবি করেন। তারা বলেন, ‘আমরা আর ধর্ষকদের গ্রেপ্তার-গ্রেপ্তার নাটক দেখতে চাই না; প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।’
শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, ‘ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করেছি।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানাচ্ছি।’ ‘আমরা চাই না কোনো ধর্ষক আমাদের চোখের সামনে দিয়ে ঘুরাফেরা করুক।’