জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে স্বাগত জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ থেকে নির্বাচন নিয়ে কথা বললেই হবে না। আপনাদের উচিত বাংলাদেশের গ্রাম, উপজেলা, পৌরসভা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গিয়ে জনপ্রিয়তা যাচাই করা। আগে জনগণের গ্রহণযোগ্যতা নিশ্চিত করুন, তারপর নির্বাচন নিয়ে কথা বলুন। দল গঠন করেই যদি নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করেন, তবে জনগণ তা মেনে নেবে না।
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছি”
ফারুক বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলেছি, সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে লড়াই করেছি, আয়নাঘরের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, জেল-জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছি, হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি, বেগমপাড়ার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। অথচ যারা আমাদের সমালোচনা করেন, তারা একসময় স্বৈরাচার এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিলেন। এর ফলস্বরূপ আজ আওয়ামী লীগ তাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে।”
“দেশ বাঁচাতে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে”
তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে হলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তালবাহানা করে, নানা অজুহাতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করলে জনগণ তা মানবে না। আগে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন, আর এ বিষয়ে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না।”