বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারি জানিয়েছেন, তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। এতে মাসে প্রায় ৯০ লাখ টাকা প্রয়োজন হয়। নাছির উদ্দীন জানতে চান, একটি ছাত্র সংগঠন এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে পাচ্ছে এবং তাদের আয়ের উৎস কী।
এদিকে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেছেন, যেকোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে ছাত্রদলের নাম জড়ানোর একটি ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী সারজিস আলমের ওপর হামলা চালিয়েছে, যা পূর্বের রেষারেষির জের ধরে ঘটেছে। তবে, এই ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাকিবুল ইসলাম আরও বলেন, সারজিস আলম ছাত্রদলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করতে হবে। তিনি এবং হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম বিভিন্ন ঘটনায় জড়ানোর চেষ্টা করছেন। একই সময়ে তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডে ছাত্রলীগের পুনর্বাসন ঘটছে।