গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত দুই-আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১,০৬৭ জন বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানাসহ একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া গেছে। এই তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
কমিশনে জমা পড়া ১,৭৫২টি অভিযোগের মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি এবং ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।
এছাড়া, গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে বলে কমিশন অবগত রয়েছে, এবং এ বিষয়ে অনুসন্ধান চলছে।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস, এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।