ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে স্ত্রী যুথি আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তারকে (১২) বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন স্বামী আমির হোসেন (৩০)।
সোমবার (৩ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুথি ও স্মৃতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে। আর অভিযুক্ত আমির হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলি গ্রামের জাকির হোসেনের ছেলে।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে যুথি আক্তারের সঙ্গে বিয়ে হয় আমির হোসেনের। বিয়ের পর থেকে যুথি স্বামীর বাড়িতেই থাকতেন। সম্প্রতি তিনি স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
রোববার রাতের খাবার শেষে যুথি ও তার ছোট বোন স্মৃতি এক কক্ষে ঘুমিয়ে পড়েন, আর আমির হোসেন শ্যালক জাহিদ হোসেনের সঙ্গে অন্য একটি কক্ষে ঘুমান।
গভীর রাতে ঘুম ভেঙে জাহিদ দেখেন, তার দুলাভাই ঘরে নেই এবং দরজা খোলা। পাশের কক্ষে যুথি ও স্মৃতি নিথর অবস্থায় পড়ে আছে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে নিশ্চিত হন, তারা মারা গেছেন।
নিহতদের ছোট ভাই জাহিদ হোসেন বলেন, “আমি ঘুম থেকে উঠে দেখি দুলাভাই নেই, দরজা খোলা। আমার দুই বোন নিথর পড়ে আছে। আমি তাদের হত্যার বিচার চাই।”
পুলিশের বক্তব্য:
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিরোধের জেরে তাৎক্ষণিক রাগের বশে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমির হোসেন হত্যার পর পালিয়ে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।