কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড জব্দ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তির নাম শাওন কর্মকার (৩৭), যিনি ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকার বাসিন্দা এবং শান্তি কর্মকারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২ মার্চ) রাত ৮টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত দায়িত্ব পালনের সময় কেরানিনগর এলাকায় সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভেতরে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ব্যক্তিগত পরিচয়পত্রসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
১০-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, শাওন কর্মকার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শাওন কর্মকারের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সোমবার দুপুরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক জানান, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মেহেদি, সিগারেট ও আতশবাজি উদ্ধার করা হয়েছে।