বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ (বিএস-১) এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) নামে পরিচিত হবে।
সোমবার (৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে জানানো হয়, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত নতুন নাম ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশ সরকারের উদ্যোগে ২০১৮ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এটি দেশের সম্প্রচার ও টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নাম পরিবর্তনের মাধ্যমে স্যাটেলাইটের পরিচিতি নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ এ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তবে সরকার বলছে, নতুন নামের মাধ্যমে স্যাটেলাইটের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং জাতীয় স্বার্থ রক্ষিত হবে।