জামালপুরের সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় বাসের ধাক্কায় এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকালে রাজিব পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম আবুল কাশেম (৩৫)। তিনি জামালপুর পৌরশহরের হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, জামালপুরগামী বাসটি জয়রামপুর এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন বাসমালিক ও শ্রমিকরা। দুপুরে তারা পৌরশহরের পুরাতন ফেরিঘাট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল আতিক জানান, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় একটি এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।