আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও বাংলাদেশি বিজ্ঞানীর সাফল্য। মালয়েশিয়া প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০২৫ সালের এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং অনুযায়ী, তিনি সপ্তম স্থান অর্জন করেছেন এবং এশিয়ার মধ্যে রয়েছেন প্রথম স্থানে।
সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৫ বিশ্বজুড়ে ৩৩,৫১১ বিজ্ঞানীর মধ্যে এইচ-ইনডেক্সের ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি র্যাঙ্কিং প্রকাশ করে। এতে অধ্যাপক সাইদুর রহমানের অসামান্য গবেষণা ও অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।
এর আগেও, ২০২৪ সালে স্কলারজিপিএস র্যাঙ্কিং অনুসারে, সানওয়ে ইউনিভার্সিটির এই অধ্যাপক সাসটেনেবল এনার্জি বিষয়ে বিশ্বের এক নম্বর বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পান। একই বছরে, স্ট্যানফোর্ড এলসেভিয়ার র্যাঙ্কিং-এ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি বিষয়ক গবেষণায়ও তিনি শীর্ষস্থান অর্জন করেন।
অধ্যাপক সাইদুর রহমানের শেকড় বাংলাদেশের ময়মনসিংহে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে গবেষণার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এবং বিশ্বজুড়ে ন্যানোফ্লুয়েড ও টেকসই জ্বালানি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
গবেষণায় তার অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ, তিনি ২০১৯ ও ২০২৪ সালে সানওয়ে ইউনিভার্সিটির গবেষণা পুরস্কার লাভ করেন। এছাড়া, ওয়েব অব সায়েন্স অনুসারে ন্যানোফ্লুয়েড গবেষণায় তিনি বিশ্বের শীর্ষ গবেষকদের মধ্যে রয়েছেন।
অধ্যাপক সাইদুর রহমানের এই সাফল্যে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীরা আনন্দিত। তারা মনে করেন, তার গবেষণা ও অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গর্বিত করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য তিনি এক উজ্জ্বল অনুপ্রেরণা।