বাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল, ২ মার্চ (রোববার) থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। এই উপলক্ষে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
প্রথা অনুযায়ী, রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারও সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টের অধীনস্থ সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।