ময়মনসিংহের গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। শনিবার (১ মার্চ) দুপুরে পৌর শহরের কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল জানান, মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে যায়। তবে স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে, কাচারি রোড রেলক্রসিং এলাকায় পৌঁছানোর পরই ১২টা ৩৫ মিনিটে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
ট্রেনটি বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। বিশেষ করে গন্তব্যে তাড়াহুড়ো থাকা যাত্রীদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। গফরগাঁও রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এক ঘণ্টার চেষ্টায় ট্রেনটিকে উদ্ধার করে গফরগাঁও রেলস্টেশনে নিয়ে আসে। তবে দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টাতেও ইঞ্জিন সচল করা সম্ভব হয়নি।
স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটি স্টেশনে নিয়ে আসার ফলে অন্য ট্রেন চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। পরে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল সোয়া ৩টার দিকে বিকল হওয়া ট্রেনটিকে নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ ঘটনার কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়, যা তাদের ভোগান্তি বাড়িয়ে তোলে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি। যাত্রীরা রেল কর্তৃপক্ষের দ্রুত সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে রেলওয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
/আমারদেশ