চ্যাম্পিয়নস ট্রফিতে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা। হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে দল।
যাত্রা শুরু হতাশায়, শেষও করুণভাবে
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি, তবে বোলাররা লড়াই করার চেষ্টা করেছিলেন।
দ্বিতীয় ম্যাচেও ছিল একই চিত্র। ব্যাটারদের ব্যর্থতায় ২৫০ রানের নিচেই থেমে যায় টাইগারদের ইনিংস। ফলে প্রতিপক্ষ সহজেই জয় তুলে নেয়।
তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দীর্ঘ দেড় ঘণ্টার অপেক্ষার পরও টস সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়।
গ্রুপ পর্বেই শেষ চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন
তিনটি ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। দুই হারের সঙ্গে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় নেট রানরেটের ব্যবধানে গ্রুপের তিন নম্বরে থেকে আসর শেষ করে টাইগাররা।
বিশ্রামের সুযোগ নেই, সামনে ডিপিএল
দেশে ফিরলেও টাইগারদের সামনে বিশ্রামের তেমন সুযোগ নেই। সামনে রয়েছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), যেখানে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই অংশ নেবেন।
বাংলাদেশ দলের এই ব্যর্থতা ভবিষ্যতে দলীয় কৌশল ও পরিকল্পনায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। টাইগাররা কবে ঘুরে দাঁড়াতে পারবে,সেটাই এখন দেখার বিষয়।