আত্মপ্রকাশের পর সাংগঠনিক কার্যক্রমের সূচনা হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
শনিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে তারা রায়েরবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।
সংগঠনের উদ্দেশ্য ও প্রতিশ্রুতি
শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন,
“আমাদের ভুল হলে শুধরে দেবেন, ভালো কাজ করলে বাহবা দেবেন। আপনাদের পরামর্শ ও সমালোচনা শুনতে আমরা প্রস্তুত। একাত্তরের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও, ‘৭২-এর পর নানা কারণে তৎকালীন নেতারা কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করতে ব্যর্থ হয়েছেন। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমরা অর্থবহ করতে চাই। ২০২৪ সালকে আমরা নতুন সুযোগ হিসেবে দেখছি এবং তা হাতছাড়া করতে চাই না।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন,
“জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণ করেই আমরা পথচলা শুরু করেছি। লেজুড়বৃত্তিক রাজনীতি পরিহার করে সুস্থ ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে শহীদদের কবর জেয়ারতের মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রমের শুভসূচনা হলো।”
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের এবং কেন্দ্রীয় ও ঢাবি শাখার অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম গ্রহণ করে, তা এখন দেখার বিষয়।