তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ, যোগ দিলেন বিভিন্ন দলের নেতা ও কূটনীতিকরা
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির যাত্রা উপলক্ষে আগে থেকেই সেখানে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির কর্মী-সমর্থকরা।
নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।
অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধিদের জন্যও বিশেষ আসনের ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গাল ও ঢাকায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত।
নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যা নতুন এই রাজনৈতিক উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।