রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে শুক্রবার (১ মার্চ) বিকেল তিনটায় এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দলটির শীর্ষ ১০ পদ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে, যেখানে রয়েছে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা।
শীর্ষ ১০ পদে যারা আছেন
১. আহ্বায়ক: নাহিদ ইসলাম
2. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন
3. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আরিফুল ইসলাম আদীব
4. সদস্য সচিব: আখতার হোসেন
5. সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা
6. সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নাহিদা সারওয়ার নিবা
7. মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ
8. মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
9. মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী
10. যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ
বড় জমায়েত ও কমিটি ঘোষণা
দলের আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলের কমিটি ঘোষণা করা হবে, যেখানে দেড় শতাধিক সদস্য থাকবেন। দলটির কমিটিতে বিভিন্ন মতাদর্শের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’র লক্ষ্য ও উদ্দেশ্য কী হবে, তা আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরা হবে। রাজনৈতিক অঙ্গনে দলটির আত্মপ্রকাশ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।