অহেতুক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে যারা অন্যায়ভাবে দাম বাড়ায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারী শিক্ষার্থীদেরও আহ্বান জানিয়েছেন এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হতে।
শুক্রবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে ‘রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, এ বছর রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘবে ১লা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রি করা হবে। বিশেষভাবে, জুলাই বিপ্লবের সময় যেসব এলাকায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল, সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া বস্তি এলাকাতেও বিক্রির ব্যবস্থা করা হবে।
এই উদ্যোগের আওতায় ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। কার্যক্রমটিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্প, বিপিআইসিসি, বিডিএফএফএ ও অন্যান্য অংশীজনসহ প্রান্তিক খামারিরা সহযোগিতা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মিল্ক ভিটার চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিমসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।