চীনের শানডং শুনটিয়ান কেমিক্যাল গ্রুপ তাদের অবিবাহিত ও তালাকপ্রাপ্ত কর্মীদের সেপ্টেম্বরের মধ্যে বিয়ে করতে বাধ্য করার নীতি ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি ২৮-৫৮ বছর বয়সী প্রায় ১,২০০ কর্মীকে নোটিশ পাঠিয়ে জানায়, যারা মার্চের মধ্যে বিয়ে করবে না, তাদের আত্মসমালোচনামূলক চিঠি লিখতে হবে। জুন পর্যন্ত অবিবাহিত থাকলে মূল্যায়ন হবে, আর সেপ্টেম্বরের পরও অবিবাহিত থাকলে চাকরি হারানোর হুমকি দেওয়া হয়।
এ সিদ্ধান্ত চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকে একে বৈবাহিক স্বাধীনতার লঙ্ঘন ও শ্রম আইনবিরোধী বলে অভিহিত করেন। বিতর্ক বাড়লে স্থানীয় মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা ব্যুরো নোটিশ বাতিলের নির্দেশ দেয়।
কোম্পানি পরে জানায়, নোটিশ প্রত্যাহার করা হয়েছে এবং ভবিষ্যতে শ্রম আইন মেনে চলা হবে। এক প্রতিনিধি জানান, কর্মীদের বিয়ের বিষয়ে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য ছিল, তবে তা ভুলভাবে কঠোর নীতিতে পরিণত হয়েছিল।
সুত্র: এনডিটিভি