জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি ড. ইউনূসের নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করা হয়েছে।
এর আগে, ৪ ফেব্রুয়ারি ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে একটি চিঠি লেখেন, যা ৭ ফেব্রুয়ারি তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান মহাসচিবের কাছে পৌঁছে দেন। ২৫ ফেব্রুয়ারি পাঠানো উত্তরে গুতেরেস জানান, বাংলাদেশ ও অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়ে তিনি একমত।
গুতেরেস বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘ কাজ চালিয়ে যাবে। আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে মিলে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা চলবে। রাখাইনের সম্প্রদায়গুলোর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের কান্ট্রি টিমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মহাসচিব আরও বলেন, মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য উচ্চ পর্যায়ের সম্মেলনের মাধ্যমে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের সুযোগ তৈরি হবে। সম্মেলনের ফলাফল বিশ্লেষণ করে জাতিসংঘ কীভাবে এ সংকটের দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে, তা নির্ধারণ করা হবে।
চিঠির শেষে গুতেরেস জানান, আগামী ১৩ মার্চ তিনি ঢাকা সফর করবেন এবং এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। তিনি বলেন, রমজান মাসে এ আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।