রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি ও টহল সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকায় টার্গেটেড অপারেশন চালানো হবে।
নিরাপত্তা আরও জোরদার করতে রাজধানীর কয়েকটি সড়কে নৌবাহিনীর অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় কোস্ট গার্ড মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে ডিএমপি, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে, যাতে তারা দ্রুত অলিগলিতে টহল দিতে পারে।
ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে কম্বাইন্ড অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় টহল জোরদার করা হবে। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ এপিবিএন সদস্যকে ডিএমপিতে সংযুক্ত করা হবে।
থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গুজব ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য তথ্য প্রচারে উদ্যোগ নেওয়া হবে।
সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।