ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার এলিফ্যান্ট রোডের একটি ফ্ল্যাট থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিউ মার্কেট থানার এএসআই রুহুল আমিন জানান, রোববার গভীর রাতে স্পেক্ট্রা মাকসুদ টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ বছর বয়সী সাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ, বাবার নাম ফিরোজ মিয়া।
নিউ মার্কেট থানার এসআই বিরাজ মিস্ত্রি জানান, ওই ফ্ল্যাটে চারজন শিক্ষার্থী একসঙ্গে থাকতেন। ঘটনার সময় তাদের একজন বাসায় ছিলেন না।
তিনি বলেন, “একজন শিক্ষার্থী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে বাকিরা আতঙ্কিত হয়ে পড়েন। পাশের ফ্ল্যাটের এক বাসিন্দার মাধ্যমে পুলিশ খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
এসআই বিরাজ জানান, প্রাথমিকভাবে প্রেমসংক্রান্ত কারণে আত্মহত্যার সম্ভাবনা দেখা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
তিনি আরও বলেন, “বুটেক্স শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি, তাকে শুধু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।”
সাহির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।