অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি। রোববার সন্ধ্যায় তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও একাধিক সূত্র এটি অস্বীকার করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে জানান, “উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি।” একই বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, “এটি নিছক গুজব। তার পদত্যাগের কোনো সত্যতা নেই।”
তবে রাজনৈতিক অঙ্গনে নাহিদ ইসলামের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে।
এই নতুন দল গঠনের পর এর নেতৃত্বে নাহিদ ইসলামের আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন।
সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ হতে পারে। তবে নাহিদ ইসলাম এখনো পদত্যাগ না করলেও, ভবিষ্যতে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।