বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ বন্ধের নোটিশ বাতিল চেয়ে করা আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে চ্যানেলটি পুনরায় চালুর আইনি বাধা দূর হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের আদেশ দেন। এর ফলে ১৬ বছর পর চ্যানেল ওয়ানের সম্প্রচার চালুর পথ সুগম হলো।
আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট কাজী আখতার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।
রায়ের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “এই আদেশের ফলে দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল ওয়ান চালুর ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।”
উল্লেখ্য, ২০১০ সালে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ হয়ে যায়। তখন থেকে এর পুনরায় চালুর জন্য আইনি লড়াই চলছিল। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত চ্যানেলটির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল।