মানবাধিকারে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে “আমার দেশ” পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান একুশে পদক গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাতে পদক তুলে দেন।
সকাল ১১টা থেকে শুরু হওয়া একুশে পদক প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় পদকপ্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
একুশে পদক ২০২৫ প্রাপ্তদের তালিকা
১. সাংবাদিকতা ও মানবাধিকার
ড. মাহমুদুর রহমান
(মরণোত্তর) মাহফুজ উল্লাহ
২. চলচ্চিত্র:
(মরণোত্তর) আজিজুর রহমান
৩. সংগীত:
(মরণোত্তর) ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া
ফেরদৌস আরা
৪. গবেষণা:
মঈদুল হাসান
৫. শিক্ষা:
ড. নিয়াজ জামান
৬. আলোকচিত্র:
নাসির আলী মামুন
৭. চিত্রকলা:
রোকেয়া সুলতানা
৮. বিজ্ঞান ও প্রযুক্তি:
মেহদী হাসান খান (দলনেতা)
রিফাত নবী (দলগত)
মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত)
শাবাব মুস্তাফা (দলগত)
৯. সমাজসেবা:
(মরণোত্তর) মোহাম্মদ ইউসুফ চৌধুরী
১০. ভাষা ও সাহিত্য:
(মরণোত্তর) হেলাল হাফিজ
(মরণোত্তর) শহীদুল জহির (মো. শহিদুল হক)
১১. সংস্কৃতি ও শিক্ষা:
ড. শহিদুল আলম
১২. ক্রীড়া:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
একুশে পদক: ইতিহাস ও তাৎপর্য
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক প্রতিবছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, ক্রীড়া এবং মানবাধিকারে অনন্য অবদান রাখাদের এই পুরস্কার প্রদান করা হয়।
১৯৭৬ সালে চালু হওয়া এই পদক দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার হিসেবে গণ্য করা হয়।
এই বছর পদকপ্রাপ্তদের প্রতি জাতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাঁদের অবদানকে যথাযথ সম্মাননা জানানো হচ্ছে।