ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোটার সুবিধা বাতিল করা হয়েছে। শনিবার কলা ভবনের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এ তথ্য জানান। তিনি বলেন, ভর্তি প্রক্রিয়ায় কোটার ক্ষেত্রে যৌক্তিক সংস্কার আনা হয়েছে। এবার থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যই কোটা প্রযোজ্য থাকবে।
উপাচার্য বলেন, ঢাবিকে সার্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে এ ধরনের পরিবর্তন প্রয়োজন। এটি ন্যায়সংগত একটি উদ্যোগ বলে তিনি মনে করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়া প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদও সেখানে উপস্থিত ছিলেন।
এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটে বিপুল সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ২৫ হাজার ৫০০ জন। এর মধ্যে মানবিক শাখায় ১ হাজার ৭০৭টি আসনের জন্য আবেদন জমা পড়েছে ৫৫ হাজার ১৬৫টি, বিজ্ঞান শাখায় ৯৪৪টি আসনের জন্য ৫৬ হাজার ৩৩০টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসনের জন্য আবেদন করেছেন ১৪ হাজার ৫ জন।
ভর্তি পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় কেন্দ্র ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।