রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেন তালেবান ‘সভ্য’ হবে বলে। গত শুক্রবার ভ্লাদিভস্তক শহরে “ইস্টার্ন ইকোনমিক ফোরামে ” এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। পুতিন আরও বলেন রাশিয়া আফগানিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী না,কারণ এটি ঘটলে তাদের সঙ্গে কথা বলবার জন্য কেউই থাকবেনা। যত দ্রুত তালেবান সভ্য হয়ে উঠবে তত দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা,কথা বলা সহজ হবে।