গত ৩০ আগষ্ট রাতেই আফগানিস্তান ছেড়ে চলে যায় যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমান। দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টানলেন প্রেসিডেন্ট জো বাইডেন।আফগানিস্তান থেকে প্রস্থান ও দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে এক ভাষনে তিনি বলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের জন্য সেরা সিদ্ধান্ত। এই যুদ্ধ চিরকাল চালিয়ে যাওয়ার পক্ষে আমি নই। যুদ্ধের পরিধি আর বাড়াতে চাইনি।