কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আজ শনিবার রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন আবু সাঈদ। গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এই শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়। তার মৃত্যু আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এবং এর পর ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম বক্তব্যে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে বলেন, “তিনি বাংলাদেশের সবার হৃদয়ে চিরকাল থাকবেন।”
ড. ইউনূস বলেন, “এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে ছিল, এবং তারপর থেকে আর কোনো যুবক বা যুবতী হার মানেনি।”