সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং বুধবার (১৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং-এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন।
ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আলোচনা করতে পারেন।