সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হওয়া প্রার্থীদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে তাদের প্রশ্ন ও উত্তর পড়ানো হয়। পরে সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণও হন। এছাড়া, প্রিলি পাস করার পর চুক্তিতে থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রও পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল চক্রটি।
প্রতিবেদনে মূলহোতা হিসেবে পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজুর নাম উল্লেখ করা হয়েছে। তার কাছ থেকে ৪৬তম বিসিএস প্রিলির প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছিলেন মাহমুদুল হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি অকপটে স্বীকার করেছেন, সাজেদুল তাকে মোহাম্মদপুর থেকে একটি বাসায় নিয়ে গিয়ে সকালের দিকে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন দেন। এক লাখ টাকার বিনিময়ে এ চুক্তি হয়েছিল।
রুবেল নামে আরও একজন প্রার্থীও চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, তাকে পরীক্ষার আগের রাতে একটি বাসায় নিয়ে গিয়ে প্রশ্ন পড়ানো হয়েছিল। তিনি এবং আরও অনেক প্রার্থী সেই রাতে প্রশ্ন পড়ে পরদিন পরীক্ষায় অংশ নেন।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, চক্রটি ৩৩তম থেকে ৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছে এবং এতে পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জড়িত।
প্রতিবেদনটি প্রচারের পর সিআইডি অভিযান চালিয়ে পিএসসির সাবেক-বর্তমান ৭ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে। পিএসসি গ্রেপ্তার ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে এবং দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে অভিযোগ করেছে।
র্সোসঃ চ্যানেল টোয়েন্টিফোর