ভারতের সাথে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ( সিইপিএ) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই চুক্তির ফলে,পূর্ব ও উত্তরপূর্ব ভারতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগকে বৃহৎ আকারে বাড়িয়ে তুলতে পারে। এটি হতে যাচ্ছে যে কোনো দেশের সঙ্গে ঢাকার প্রথম বাণিজ্য চুক্তি। ইকোনোমিক টাইমসের বরাত দিয়ে জানা গেছে,চীন ও জাপানের মুক্ত বাণিজ্য চুক্তি করার অনুরোধ সত্যেও ভারতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।