ফাইজারের তৈরী করোনা ভাইরাসের পিল,”প্যাক্সলোভিড”

প্রশাসন 99 বার পঠিত
সময় : বুধবার, নভেম্বর ১৭, ২০২১

করোনাভাইরাসের পিল “প্যাক্সলোভিড” জেনেরিক ঔষধ প্রস্তুতকারকরা বাংলাদেশ সহ ৯৫ টি দেশে সরবরাহ করতে পারবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য গোষ্ঠী মেডিসিন্স প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে লাইসেন্স ভাগাভাগির আওতায় এ ঘোষণা দেয়।রয়টার্সের খবরে বলা হয়, স্বেচ্ছায় লাইসেন্সিং ভাগাভাগির যে চুক্তি হয়েছে, তার আওতায় “প্যাক্সলোভিড” ব্র্যান্ড নামে পিলটি প্রস্তুতকারকদের কাছে বিক্রি করবে ফাইজার। এই ৯৫ টি দেশের মধ্যে নিম্ন আয়ের দেশগুলোতে ঔষধটি বিক্রিতে রয়্যালটি নেবে না ফাইজার। সে ক্ষেত্রে বাংলাদেশে বেশ কমদামে ঔষধটি মিলতে পারে। ফাইজার বলছে পরীক্ষামূলক প্রয়োগে তার এই পিল মারাত্মক ঝুঁকিতে থাকা প্রাপ্ত বয়স্ক রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে পারার প্রমাণ মিলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর