ত্রিশালে নারীর গলাকাটা লাশ উদ্ধার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাহীন লাশ উদ্ধার করেছে পুলিশ । এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় গতকাল রবিবার (২ জানুয়ারী) সকাল ১০ টার দিকে কয়েকজন ছোট ছেলে বাড়ির পাশের ক্ষেতে ক্রিকেট খেলতে গেলে হঠাৎ ক্ষেতের এক পাশে জামা পরা মাথাহীন মাঝবয়সী এক নারীর লাশ দৃষ্টিগোচর হয় । এটা দেখে তারা ভয়ে আঁতকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করলে মুহূর্তেই আশপাশের মানুষের ভিড় জমে যায় । পরে স্থানীয় লোকজন বিষয়টি ত্রিশাল থানায় অবহিত করে । এমন চাঞ্চল্যকর খবরে তাৎক্ষণিকভাবে কয়েকগাড়ি পুলিশ , র্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা এসে গলাকাটা লাশটি উদ্ধার করে থানাতে নিয়ে যান ।পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংসহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মাথাহীন অজ্ঞাত ঐ নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি । এমন ভয়ংকর ঘটনায় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে । এলাকার একজন বাসিন্দা হালিম মিয়া বলেন এমন ভয়াবহ ঘটনা আগে কখনো দেখিনি , মাথাহীন লাশ দেখার পর থেকে শরীর কাঁপছে । বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় করছে । তবে এলাকাবাসীর ধারণা দূর এলাকার কেউ হয়তো রাতের বেলা লাশটি এখানে ফেলে চলে গেছে । এ ব্যাপারে ত্রিশাল থানার উপপরিদর্শকের কাছে জানতে চাইলে তিনি বলেন , আমরা লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি , লাশটির পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘটনার তদুন্ত শুরু হয়েছে । স্টাফ রিপোর্টার
বিস্তারিত