দীর্ঘ ১৫ বছরের ব্যবধান শেষে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে থাকবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সহযোগিতা, এবং কৌশলগত পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মধ্যাহ্নভোজ শেষে আমনা বালুচ সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গত ১৫ বছরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক কার্যত স্থবির ছিল। সেই সম্পর্ককে আবারও সচল করতে দু’দেশই নতুনভাবে আগ্রহী। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের একটি নতুন রূপরেখা নির্ধারিত হতে পারে। আলোচনায় বাণিজ্য, অনিষ্পন্ন ঐতিহাসিক বিষয়সহ নানা দ্বিপাক্ষিক ইস্যু উঠে আসবে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন পর আয়োজিত এই বৈঠকে সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে। বিশেষ করে ঐতিহাসিক ও অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দিকেও অগ্রসর হওয়ার চেষ্টা থাকবে।
উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন। তার এই সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জসিম- বালুচ বৈঠকের মাধ্যমে ইসহাক দারের সফরের প্রস্তুতি ও আলোচনার এজেন্ডা চূড়ান্ত করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, “ইসহাক দারের ঢাকা সফরে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করব। এটি হবে দুই দেশের জন্যই এক নতুন দিগন্তের সূচনা।”